চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ আন্তঃ জেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার দারোগা হরিদাস ও আলমাছসহ একদল পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে চুনারুঘাট কলেজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে। এ সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রাম দা সহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে বলে জানায়।
ধৃত ডাকাতরা হল চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজর আলী (বুটন্নিয়া)(২৪), পঞ্চাশ গ্রামের তৈয়ব আলীর ছেলে হাসান মাহমুদ (২২) ও নবীগঞ্জ উপজেলার মোশাহিদ মিয়ার ছেলে শিপু মিয়া (২৬)।
পুলিশ জানায় তাদের বিরুদ্ধে ডাকাতি ছাড়াও চুরি, ছিনতাই, নারী নির্যাতন সহ ৭/৮টি মামলা রয়েছে।