ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হিমালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র জসিম মিয়া (৩৫) নামে ৬ মাসের সাজা সহ ১১ মামলার পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গতকাল বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সুমুনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হিমালিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে জসিম মিয়ার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, জসিম মিয়ার বিরুদ্ধে ৬ মাসের সাজা সহ বন মামলা সি.আর ৩৩৮/০৯ (বন), ৩৯/১০, ৬২/১২, ৪১৭/০৯, ৯৬/০৫, ৪১/১২, ১০৯/০৯, ৬/১২, ৬২/১২, ১৬/১১, সি.আর ৩৬০/০৯ মামলার ৬ মাসের সাজা ও ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের পলাতক ওয়ারেন্টের আসামী ছিল। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান ৬ মাসের সাজাসহ ১১টি বন মামলার পলাতক আসামী জসিম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।