চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট সরকারি কলেজে নবীন ছাত্র-ছাত্রীদের অাগমন উপলক্ষে কলেজ ছাত্রদল স্বাগত মিছিল করেছে।
গতকাল বুধবার সকাল ১১টায় চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ছাত্রদল নেতা মোতাব্বীর হোসেন রাব্বীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পৌর ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ন-অাহবায়ক অামিনুল ইসলাম সুজন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-উপজেলা ছাত্রদল নেতা রায়হান তালুকদার পাশা, মোস্তাফিজুর রহমান অালাল, সাইদুর রহমান উজ্জল, অালাউদ্দিন সুজন, অাসাদুজ্জামান মিটুন, তানিম অাহমেদ, অাবিদুর রহমান অাবিদ, মনিরুজ্জামান জসিম, হাবিবুর রহমান নাহিদ, শাহেদ অালী সাগর, জাকারিয়া, মাহিন, অাব্দুল খালেক সুজন, জামী, নাহিদুজ্জামান সুজন, ফয়েজ, অাব্বাস, সৌরভ, শান্ত, সুমীন, রাজীব ও নয়ন প্রমূখ।