চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর তালুকদারের পুত্র ইয়াকুত মিয়া (৫০) সোমবার সকাল ৭টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……….. রাজিউন)।
মৃত্যকালে তাহার বয়স হয়েছিল ৫০ বৎসর। উক্ত মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ আসর সাত্তালিয়া মাষ্টার বাড়িতে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, ১ স্ত্রী সহ নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় সজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজে ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল। মরহুমের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।