ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় জানাজার নামাজ পড়তে গিয়ে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ সাকির উল্লাহ।
বৃদ্ধ সাকির উল্লার বাড়ি উপজেলার দিঘলবাক ইউনিয়নের সলিতাপুর গ্রামে।
জানা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে দিঘলবাক ইউনিয়নের ইউপি সদস্য দুলন মিয়ার দাদীর জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কামারগাও বনকাদিপুর এর নিকটে পৌছা মাত্রই মোটরসাইকেল চালক একই ইউনিয়নের হুসনপুর গ্রামের সাদ মিয়ার ছেলের দ্রুতগতির মোটর সাইকেল বৃদ্ধ সাকির উল্লাকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়।
এসময় স্থানীয় লোকজন সাকির উল্লা’কে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সাকির উল্লাহ’র অবস্থা বেগতিক দেখলে থাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে শুক্রবার রাত ৯:২০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।