চুনারুঘাট প্রতিনিধিঃ বাংলাদেশের জনপ্রিয় সাহিত্য ও সংস্কৃতি সংগঠন “ভালবাসার গান কবিতা ও গল্পকথা” পরিবারের সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে এক সাহিত্য আলোচনা, গুণীজন সম্মাননা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। আগামী ৩০ শে জুন বিকাল ৪ টায় অনুষ্টানটি অনুষ্টিত হবে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে।
সিলেট বিভাগীয় কমিটি “ভালবাসার গান কবিতা ও গল্পকথা” এর সমন্নয়ক সাইফুর রহমান কায়েস, এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, শিশু সাহিত্যিক
অধ্যাপক জাহান আরা খাতুন।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন, সমকালীন দেশ বরেণ্য কবি ও অভিনেতা এ.বি.এম. সোহেল রশিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন,চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, কবি ও কাব্য সমালোচক অধ্যাপক বাছিত ইবনে হাবীব,ভালবাসার গান কবিতা ও গল্পকথা”র উপদেস্টা সিলেট এর বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ডঃ সৈয়দ আব্দুল মুতাকাব্বির মাসুদ, কবি ও সাহিত্যিক মোস্তফা মঈন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নদী গবেষক তোফাজ্জল সোহেল, ভালবাসার গান কবিতা ও গল্পকথা”র কেন্দ্রীয় পরিষদের সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান সুহান, “ভালবাসার গান কবিতা ও গল্পকথা”র সিলেট বিভাগীয় পর্ষদ ও সদস্য, কেন্দ্রীয় পরিষদের পরিচালক সিদ্দিক আহমদ, “ভালবাসার গান কবিতা ও গল্পকথা”র কেন্দ্রীয় পরিষদেরর পরিচালক রাজু বিশ্বাস, “ভালবাসার গান কবিতা ও গল্পকথা”র সিলেট বিভাগীয় পরিষদের পরিচালক অপু চৌধুরী,কবি ও সাহিত্যিক, সাংস্কৃতিক ও নাট্য আন্দোলন ব্যক্তিত্ব সিদ্দিকী হারুণ, “ভালবাসার গান কবিতা ও গল্পকথা”র সিলেট বিভাগীয় পরিষদের পরিচালক ও সদস্য, কেন্দ্রীয় পরিষদ আখতারুজ্জামান চৌধুরী সুমন।
স্বাগত বক্তব্য রাখবেন, “ভালবাসার গান কবিতা ও গল্পকথা”র সিলেট বিভাগীয় পরিষদেরর পরিচালক ও কেন্দ্রীয় পরিষদের সদস্য ইউনুছ আকমাল।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেনঃ
কামাল আহমেদ, পরিচালক, “ভালবাসার গান কবিতা ও গল্পকথা”র কেন্দ্রীয় পর্ষদ,
মনসুর আহমদ, পরিচালক, “ভালবাসার গান কবিতা ও গল্পকথা”র কেন্দ্রীয় পর্ষদ,
সঙ্গীত পরিবেশ করবেন,জনাব আলমগীর চৌধুরী ও তাঁর দল।জনাব ফারুক দেওয়ান ও তাঁর দল।
সম্মাননা পাবেন :
কবি দিনেশ রঞ্জন নাথ , বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশ সাধনের লক্ষ্যে কাজের অবদানের স্বীকৃতি ( মরণোত্তর ) স্বরূপ কবি মুহম্মদ আবুল বশীর বাঙ্গাল, বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশ সাধনের লক্ষ্যে কাজের অবদানের স্বীকৃতি স্বরূপ কবি এস এম তাহের খান, বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশ সাধনের লক্ষ্যে কাজের অবদানের স্বীকৃতি স্বরূপ আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সন্জু ,শিক্ষা, সাহিত্য ও সমাজ-সংস্কৃতির ( সমাজসেবা ) ভিত্তি নির্মাণে পৃষ্ঠপোষকতায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নুরুল আমিন , মফঃস্বল সাংবাদিকতায়, সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ।