আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শিশু ও মহিলা সহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।
জানা যায়, আজমিরীগঞ্জের জলসুখা গ্রামের বাসিন্দা মোঃ বিদ্যা মিয়ার পুত্র সাজ্জাদ মিয়া (৩০) গত ঈদুল ফিতরের আগের দিন নদী পারাপার করতে গিয়ে তার মোটরসাইকেলটি একটি ফেরীনৌকায় উঠায়। একই সময় পূর্ব থেকে ওই ফেরীনৌকায় থাকা একই এলাকার বাসিন্দা ও সাবেক ইউ,পি সদস্য মোঃ নূরু মিয়ার পুত্র রুবেল মিয়া (২৭)’র গায়ে ওই মোটরসাইকেলটি লাগে।
এ নিয়ে দু’জনের মাঝে বাক-বিতন্ডা বাঁধে।আশপাশের লোকজন সালিশ বিচারের আশ্বাস দিয়ে সাময়িকভাবে মিমাংসা করে দেন।
এরই জের ধরে বুধবার (২৮ জুন) সকাল অনুমানিক ৮ টার দিকে সংঘর্ষ বাধে পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রায় ২ ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনেন।পর আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে কর্তব্যরত চিকিৎসক আশংখাজনক অবস্হায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।
আহতরা হলেন, মোঃনূরু মিয়া (৭২) জহিরুল ইসলাম (৩০) কামরুল মিয়া (৩২) আকবর হোসেন (৩০) আব্দুর রশিদ (৩৫) নকূল ইসলাম (২৫) নরুল হক (৪৫) পরেশ মিয়া (২০) সিদ্দিকুল ইসলাম (১৮) রহিমা আক্তার (৩০) আব্দুল কবির (৩১) সেকুল ইসলাম (২৬) নূর ইসলাম(৩৮) আলী হোসেন (৩৫) শফিকুল মিয়া (২৮) জামাল মিয়া (৩০) সাদেকুল ইসলাম (২০) আব্দুর রউফ (৪৫)ফুল মিয়া (৫০) সিরাজুল (২০) সজিব মিয়া (১১) বাজেষ্টর নেছা (৫৫) এ ছাড়া অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।