ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কে অতিরিক্ত গর্ত থেকে বাঁচতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের নিকটে মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সিএনজি অটো রিক্সা ও প্রাইভেট মাইক্রো মুখোমুখি সংঘর্ষে মা ছেলে সহ ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে শিশুসহ অন্তত ৭ জন।
আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ১ঘন্টা সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা সাড়ে ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী রেনেটা ঔষধ কোম্পানির একটি প্রাইভেট মাইক্রো নং ঢাকা মেট্রো গ- (২০-১৮৬৩) সাথে গোপলার বাজার স্টেন্ড থেকে ছেড়ে যাওয়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সিএনজি অটো রিক্সা মৌলভীবাজার থ-(১২-২০৮২) অতিরিক্ত যাত্রী নিয়ে উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দেবপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র আব্দুল আলীর ছেলে ওমর আলী (১০) নিহত হয়।
এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নিহত ওমর আলীর মাতা সুজিয়া বেগম (৪০) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দিকে অন্যান্য আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সিএনজি অটো রিক্্রা চালক দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের তোয়াহিদ মিয়ার ছেলে তজমুল আলী (৩০) মৃত্যুর খুলে ঢলে পড়ে।
অপর আহতদেরর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাত ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেবপাড়া ইউনিয়নের ইউনিয়নের সদরঘাট গ্রামের লুৎফুর রহমানের ছেলে ডঃ লিটন আহমেদ (৩৫) মারা যায় । আহতদের মধ্যে আম্বিয়া বেগম (৪০) নামে এক মহিলার অবস্থা সংকাটাপন্ন বলে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, মহাসড়কে অতিরিক্ত ভাঙ্গন ও সরকার নিষিদ্ধ ঘোষিত সিএনজি অটো রিক্সা হাইওয়ে পুলিশের নাকের ডগায় অবাধে চলাচল করার কারণে প্রতিনিয়ত ঘটছে অহরহর সড়ক দূর্ঘটনা। এতে অনেক প্রাণহানি ও পুঙ্গত্ব বরণ করছে অনেক যাত্রী সাধারণ। এছাড়া যানবাহন দূর্ঘটনায় প্রতিত হয়ে যানবাহনের লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধিত হচ্ছে। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি ভিমল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহাসড়কের বর্তমান অবস্থা এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে।