মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ।ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশির জোয়ার।ঈদ মানে সহমর্মিতা ও সহযোগীতার অপূর্ব বন্ধন।
এই আনন্দ ও উৎসব সবার জীবনে খুশির বন্যা বয়ে নিয়ে আসুক, ভুলিয়ে দিক সব বিভেদ পবিত্র ঈদ-উল ফিতরের মহিমায় উল্লাসিত হয়ে উঠুক ৭নং নুরপুর ইউনিয়ন তথা এ দেশের সকল নাগরিকের জীবন।
পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন দিনে মানুষে মানুষের প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য।উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশায় ৭ নং নুরপুর ইউনিয়নের পক্ষে দেশের সকল নাগরিকদের সবাইকে জানাই ঈদ মোবারক ।
মোঃ ইসমাঈল হোসেন(এলিন)
ছাত্রলীগ নেতা
নূরপুর ইউনিয়ন।