চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, বাজেট অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় এ উপলক্ষে পাঠাগার ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হেলাল আহমেদ। সংগঠনের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আঃ আউয়াল মাস্টার, আব্দুছ ছামাদ মাস্টার, ডাক্তার নুরুল ইসলাম, সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ মতিন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মিলন, যুগ্ম-সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরী, মিজানুর রহমান মিজান মাস্টার, আঃ ওয়াদুদ খান, সেলিম আহমেদ, আফছার চৌধুরী, খসরু আহমেদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, ফারুক মিয়া, রুবেল আহমেদ প্রমুখ।