নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের ছোট মেয়ে ফারজানা। বিগত ৫ বছর আগে বাবার সাথে কাজের সন্ধানে গিয়ে ছিল চট্রগ্রামে। সেখানে গিয়ে সে হারিয়ে যায়। বর্তমানে তার ঠিকানা হয়েছে চট্রগ্রামের উপলব্দি নামের একটি আশ্রয় কেন্দ্রে। চট্রগ্রামের বাসিন্দা বাদল সাঈদ নামে এক ফেসবুক ব্যবহারকারী শনিবার তার ফেসবুক ওয়ালে এমনি এক হৃদয় বিদারক তথ্য দিয়ে পোষ্ট দিয়েছেন। তিনি লিখেছেন,৫বছর আগে মেয়েটি চট্রগ্রামে বাবার সাথে কাজের সন্ধানে এসে হারিয়ে যায়। চট্রগ্রামের উপলব্দি নামে একটি আশ্রয় কেন্দ্র ইজাজুর রহমান ও তার বন্ধুরা পরিচালনা করছেন। বর্তমানে ওই আশ্রয় কেন্দ্রেই মেয়েটি অবস্থান করছে।
মেয়েটি জানায়, তার নাম ফারজানা। বাড়ী হবিগঞ্জের বল্লা গ্রামে। তার বাবার নাম ইসমাইল। অল্প বয়সে হারিয়ে যাওয়ার কারনে অনেক কিছুই তার মনে নেই। তাই নামের সাথেও কিছু অমিল হতে পারে। হারিয়ে যাওয়া ফারজানা সে তার বাবা,মাকে খুজতেছে বলেও তিনি তার পোষ্টে উল্লেখ করেন। হবিগঞ্জের বল্লা গ্রামের যে কারো নজরে যদি সংবাদটি আসে,তাহলে এই সংবাদটি ফারজানার স্বজনদের কাছে পৌছে দেয়ার আহবান রইলো।