ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্যে থেকে:- লেবার দলটি হলো ব্রিটেনের জনমানুষের দল আগামীতে আরো শক্তিশালি করতে সকল কমিউনিটির মানুষজনের সহযোগীতা দরকার বলে মন্তব্য করলেন ওয়ালেছি আসনের এম.পি অ্যাঞ্জেলা ইগল।
এক সংবর্ধনা সভায় বাঙালি সহ সকল কমিউনিটির মানুষ জনের অফুরন্ত ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেবার দলের এমপি অ্যাঞ্জেলা ইগল তার নির্বাচন পরবর্তী প্রথম সংবর্ধনা সভায় বাঙালি সহ সকল কমিউনিটির সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
গতকাল শুক্রবার স্থানীয় একটি হল রুমে আয়োজিত সভায় জি.এস.সি উইরাল শাখার চেয়ারপার্সন কয়ছর মিয়া ওয়ালেছি আসনের বার বার নির্বাচিত লেবার দলের অ্যাঞ্জেলা ইগল কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম, অভিনেতা নুর আফছার, কাউন্সিলার এলমসউড, কাউন্সিলার আড্রিয়ান, কাউন্সিলার ক্রিস জনস সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।