মনসুর আহমদ নাঈম ঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সারা দেশের মতো জমে উঠেনি ঈদের বাজার ।নামিদামী পোশাক ক্রয় কিনে বিক্রেতাদের মাথায় হাত ।
অপরদিকে ঈদের আমেজ নিয়ে কিছু কিছু পরিবারে রয়েছে এখন ঈদের কেনাকাটায় মহাব্যস্ত । আর মাত্র ৩দিন বাকি পবিত্র ঈদুল ফিতরের ঈদ ।
দেখা যাচ্ছে -গরীব ধনী পরিবারের লোকেরা দলে দলে নিজ নিজ বাজার থেকে সাধ্য মতোা ঈদের কেনাকাটা করছেন ।
নবীগঞ্জের প্রতিটি কাপড়ের ফ্যাশন সহ বিপণী এ বছর রতন টাঙ্গাইাল, হাফ সিল্ক, জামদানী, শাড়ি, ইন্ডিয়ান ত্রিপিছ, ইন্ডিয়ান সুতি শাড়ি,জর্জেট ও টাঙ্গাইল শাড়ি, এবং পূরুষদের প্রথম প্রছন্দের তালিকায় রয়েছে প্যান্ট ক্যাশ অব ক্যান,বাজুরঙ্গী আরমানি, ও ডেসিম , জামিম , চায়না, শার্ট, থাইল্যান্ড, শর্ট পাঞ্জাবি, ফতুয়া, চেক পুল ও হাফসার্ট, নবীগঞ্জ শহরের রাজা কম্পেøক্স ,গোল্ডেন প্লাজা মার্কেট , নুরানি মার্কেট, আউশকাািন্দ , ইনাতগঞ্জ, গোপলার বাজার, পানি উমদা বাজার, সৈয়দ পুর বাজার কৈলাশগঞ্জ বাজার, ্ও অন্যান্য বাজারে গত এক সপ্তাহ যাবত চলছে ঈদের কেনাকাটা। তবে এ বছর অন্যান্য বছরের মতো তেমন উপচেপড়া ভীড় ক্রেতাদের দেখা যায়নি।
তাহার কারণ জানতে চাইলে গ্রামের এক কৃষক আব্দূল আলী জানান- গত বছর সব মিলিয়ে তারা ছিলেন সব দিকে সুখী । এ বছর তারা অকাল বন্যার পানিতে বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এবং তাদের স্বপ্নের ফসল বোরো ফসল ঘরে তোলা সম্ভব হয়নি। এবং এখনো বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বন্যার আশংকায় দিন কাটাচ্ছেন।