মনসুর আহমদ নাঈম ঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টাকা নিয়ে প্রতারনা করায় আদালত এক মহিলাকে এক বছরের সাজা প্রদান করেছে ।
জানা গেছে ওই উপজেলার করগাও ইউনিয়নের করগাও গ্রামের মোঃ আতাহার আলীর কন্যা মোছাঃ শামছিয়া আক্তার সে বেদানা বেগম নামের এক মহিলার কাছ থেকে নগদ টাকা ঋন নিয়েপরে সেই টাকা পরিশোধ পরিশোধ করতে সম্পুর্ণভাবে স্বীকার করে ।
পরে ওই মহিলা হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর ২৪৯/১৫ইং মামলা দায়ের করেন। এত তিনি শামছিয়ার মা ফাতেমা বেগমকে আসামী করেন ।ওই মমিলায় গত বুধবার আদালত রায় প্রদান করেন। এতে শামছিয়াকে এক বছরের সাজা দেয়া হয়। এবং তার মা ফাতেমাকে খালাস দেন আদালত ।