নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভা কর্তৃক গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় পৌরসভা প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
উক্ত চাল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল ) নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য এম. এ মুনিম চৌধুরী বাবু।
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আঃ ছালাম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা লোকমান আহমেদ খাঁন, বিএনপি নেতা আহমদ ঠাকুর রানা, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, পৌর সচিব মো. আজম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, কার্য সহকারী মো. আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, টিকাদানকারী বনানী দাশ,
আছকির মিয়া, আহাদ মিয়া, আলহাজ্ব মো. আবু বকর, মো. আশফাকুজ্জামান বাচ্চু, জুয়েল চৌধুরী সহ পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌরসভার ৯ টি ওয়ার্ডের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারী বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের চাল গতকাল এবং আজ বৃহস্পতিবার ৪,৬২১ জন গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।