হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বিভিন্ন লাইব্রেরীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। নিষিদ্ধ ঘোষিত নোটবই বিক্রেতাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল বিকেল ৫টায় পরিচালিত অভিযানে শহরের তিনকোণা পুকুর পাড় এলাকার শাহ্জালাল লাইব্রেরী ও টাউন হল রোডের সাদী বই বিতানে নিষিদ্ধ নোটবইর সন্ধান পায় ভ্রাম্যমান আদালত। নিষিদ্ধ নোটবই বিক্রির অপরাধে শাহ্জালাল লাইব্রেরীকে ১ হাজার টাকা ও সাদী বই বিতানকে ৫শ’ টাকা অর্থদন্ড এবং ওই দুই লাইব্রেরীর সকল নোটবই জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুঁতি ধর, নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ। আদালত পরিচালনায় সহযোগিতা করেন পেশকার ফয়েজ উদ্দিন, সিদ্দিকুর রহমান, সদর থানার এসআই মোহাম্মদ সফিকুল ইসলাম।