চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরশহরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ফলে চরম ভোগান্নিতে পড়ছেন বাজারের ব্যবসায়ী, পথচারী ও বাসা বাড়ির লোকজন।
এ ঘটনায় একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানালেও কোন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী জনগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের নালমুখ, গাতাবলা, ভোলারজুম সহ ডাক বাংলা রোডের জাহির মাষ্টার মার্কেটের পূর্ব সড়কের সামনে সিএনজি স্ট্যান্ডের সামনে ময়লা-আবর্জনার দুর্গন্ধে তারা নাকে রোমাল দিয়ে সিএনজিতে বসে থাকতে হয়। কোন কোন যাত্রীরা এসব দুর্গন্ধে বমি করতেও দেখা যায়। পরে হাসপাতালের ব্যবস্থা নেওয়া হয়।
সড়কের সিএনজি স্ট্যান্ডের সামনে মরা খোয়াই নদীর সামনের পরিত্যক্ত জায়গায় প্রতিদিন শহরের ময়লা-আবর্জনা পচাবাসী খাবার ফেলা হচ্ছে। ময়লা আবর্জনা ফেলে যাওয়ার পর টোকাই ও কুকুরের নাড়াচাড়া চরম আকার ধারণ করে।এ শহরের বেশির ভাগ ফেলা হয়েছে ময়লা-আবর্জনা সিএনজি স্ট্যান্ডের সামনে পরিত্রাণের দাবি জানিয়েছেন পৌরবাসী।