চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও এসব শিক্ষা উপকরণ প্রদান করেন চুনারুঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার।
সোমবার সকাল ১১টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হকের সভাপতিত্বে ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজনের পরিচালনায় এতে প্রধান অতিথি চুনারুঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার।
বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল, রানীগাঁও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার, সমকাল প্রতিনিধি মোস্তাক আহমদ তরফদার মাসুম, উপজেলা প্রকৌশলী রাশেদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোঃ জুনায়েদ, শিক্ষক বসির আহমেদ, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উপজেলা অফিসার অল্লীকা রানী দাস, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদসহ অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে ১০টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ২শ’ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। উল্লেখ্য, শিক্ষা উন্নয়নে এ.ডি.পি ২০১৬/১৭ অর্থবছরের মহিলা ভাইস চেয়ারম্যান কর্তৃক বরাদ্ধ থেকে শিক্ষা উপকরন বিতরন করা হয়।