রায়হান আহমেদ, চুনারুঘাট (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার ছন্ডিছড়া ব্রীজ ভেঙ্গে গেছে। ফলে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-মাধবপুর তিন উপজেলার মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন ও সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।
টানা এক সপ্তাহ ধরে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আজ মঙ্গলবার সকালে ব্রীজটি ভেঙ্গে পানিতে ভেসে যায়। এদিকে উপজেলার আমু চা বাগান থেকে আমুরোড হয়ে বিকল্প সড়ক পানিতে তলিয়ে গেছে।
এ অবস্থায় উপজেলার ৩টি চা বাগানসহ ওই এলাকার হাজার হাজার মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্ডিছড়া এলাকার ব্রীজটি দক্ষিণাংশে প্রায় ৬০ফুট ভেঙ্গে পানি ভাসিয়ে নিয়ে গেছে। এতে শত শত চা গাছ পানিতে তলিয়ে নিয়ে গেছে।
এ ব্যাপারে চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, অনুমানিক সকাল ৬টার দিকে বিকট শব্দে ব্রীজটির দক্ষিণাংশের সড়ক ভেঙ্গে যায়। এতে পানিতে ভাসিয়ে নিয়ে গেছে প্রায় ৬০ফুট সড়ক। ব্রিজটি এমন ভাবে ভেঙ্গেছে, মনে হচ্ছে এখানে পূর্বে কোন সড়ক ও ব্রীজ ছিল না। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রীজের নীচ থেকে বালু উত্তোলন করার কারণে প্রথমে ব্রীজটি দেবে যায় এবং অতি বৃষ্টি-বর্ষণের ফলে এটি ভেঙ্গে যায়।