মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ শহর ঘেষে প্রবাহিত খোয়াই নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। ৪ দিন যাবত অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদীতে বন্যা দেখা দেয়। এভাবে পানি বাড়তে থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচানোর আশংকা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ফলে সোমবার (১৯ জুন) দুপুর থেকে মাইকিং করে শহর ও তীরবর্তীবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পানি বাড়তে থাকায় শহর ও দু’তীরের বাসিন্দার মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদীর উজানে ভারত অংশ থেকে নেমে আসা ঢলে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করেছে। বাংলাদেশ অংশে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে মারাত্মকভাবে পানি বাড়ছে। সোমবার বিকেল ৩টায় শহরতলীর মাছুলিয় পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, বাল্লা সীমান্তে যেভাবে পানি বাড়ছে তাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচানোর আশংকা রয়েছে। এ জন্য অতিসতর্কতা হিসেবে মাইকিং করা হয়েছে। মানুষজন সতর্ক থাকলে যদি বাঁধ উপচেও যায় তবে ক্ষয়ক্ষতির পরিমান কম হবে।