আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার গুইবিল ক্যাম্পের বিজিবির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন রবিবার অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের সুবেদার আঃ সবুর, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, টানা পাঁচ বারের ওয়ার্ড মেম্বার দুলাল ভূইয়া, বিজিবির ভিআইপি সদস্য জহিরুল ইসলাম, আজমান যুবলীগ নেতা প্রবাসী হারুনুর রশিদ রঙ্গু, গোছাপাড়া জামে মসজিদের ইমাম আবুল কাসেম জমরুত, সাদ্দাম বাজারের ব্যবসায়ী আঃ মালেক, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। গুইবিল ক্যাম্প কমান্ডার হাবিলদার আঃ সালামের অক্লান্ত পরিশ্রমে এ মনোরম আয়োজনকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সকল অতিথি।