চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ইফতার মাহফিল সম্প্রন্ন হয়েছে।
এ উপলক্ষে গত শুক্রবার বিকাল ৫টায় চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া ৭নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আনাই উল্লার বাসায় ইফতার মাহফিল উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মুক্তিযোদ্ধার সন্তান ও জাতীয় শ্রমিকলীগ সদর ইউনিয়ন সভাপতি মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে ও পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ পারুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনাই উল্লা, শ্রমিকলীগ নেতা আঃ সালাম, দুপরাজ মিয়া, তাজুল ইসলাম, ফুল মিয়া, আঃ কাইয়ুম, মারাজ মিয়া, ওয়ার্ড সভাপতি মোঃ কাজল মিয়া, সেলিম মিয়া, ডাঃ বাঘা বাহাদুর, সেলিম মিয়া, দিনারপুর দরবার শরীফের পীরে কেবলা শাহ মোঃ মোস্তফা, ব্যবসায়ী ছায়েদ মিয়া, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করেন পীরে কেবলা শাহ মোঃ মোস্তফা। উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।