সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা না থাকার কারণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার তৎকালীন সময় থেকে ঐতিহ্যবাহী দাউদনগর বাজার দিয়ে হবিগঞ্জ -সিলেট বিরতিহীন বাস চলাচল ছিল ।
তখন থেকে সিএনজি ও টমটমেরভাড়া ছিল কম। প্রায় ৭/৮ মাস যাবত হবিগঞ্জ-সিলেট বিরতি বাস বন্ধ হয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্কুল কলেজ ছাত্র-ছাত্রীরা পড়েছেন বিপাকে।
বাস বন্ধ হওয়ার পর থেকে ব্যাটারি চালিত অটো রিক্সা টমটম ও অটো রিক্সা সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়ার দাবি করার কারণে যাত্রীদের সাথে চালকদের প্রতিনিয়তই ঝগড়ার ঘটনা ঘটছে। দেশের অন্যান জায়গা থেকে হবিগঞ্জের টমটম ও সিএনজির ভাড়া বেশি নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। প্রতিবাদ করার কেউ নেই। কথায় বলে জোর যার মুলুক তার।
শায়েস্তাগঞ্জ ও পৌরশহরে অটো রিক্সা সিএনজি ও টমটম ষ্ট্যান্ড গুলোতে ভাড়ার তালিকা বানানোর নিয়ম থাকলেও এ তালিকা গুলো কোন ষ্ট্যান্ড গুলোতে নেই। পৌর কর্তৃপক্ষ নজর দেওয়া উচিৎ কিন্তু ভাড়ার তালিকা না টানানোর কারণে ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের ঝুট-ঝামেলার চিত্র এখন নৈমত্তিক।
জানা যায়,স্থানীয় কয়েকজনের স্বার্থ হাসিল করার লক্ষে চালকরা ও মালিকদের সাথে সমোঝুতা থাকায় সিএনজির মালিকরা আঙ্গুল ফুলে অনেকে কলা গাছ বনে গেছেন। অনেক যাত্রীরা ভয়ে কথা বলতে রাজি নয়। এ সুযোগে চালক ও মালিকরা সমিতির নিয়মেই যাত্রীদের কাছ হতে অতিরিক্ত ভাড়া উত্তলোন করছে। অতিরিক্ত ভাড়ার দাবি নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বাহাতে প্রেক্ষাপটে ভাড়া নির্ধারণ দিকে ভাড়ার তালিকা টাংঙ্গিয়ে দিতে প্রশাসন নজর দেওয়া উচিৎ।