চুনারুঘাট প্রতিনিধি ॥ কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী সামজ প্রতিষ্ঠার লক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা ভাইস চেয়ারম্যান সভা কক্ষে ইসলামিক ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি ক্বারী মাওঃ আঃ খালেকের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মুফতি নজিরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা মাওলানা রফিকুল ইসলাম জাফরী।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওঃ মঈনুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা ইসলামি ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মোমীন। নাতে রাসূল প্রেশ করেন শায়ের কেএম তৌফিকুল ইসলাম সুয়েব।
বক্তব্য রাখেন, মাওলানা বেলায়েত হোসেন, ইসলামিক ফ্রন্ট চুনারুঘাট উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, ছাত্রসেনার নেতা নাছির হোসেন সুমন, হারিছ আহমেদসহ ইউনিয়ন, উপজেলা ও জেলার ইসলামিক ফ্রন্টের নেতৃবৃন্দ।