বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পুটিজুরী ঈদগাহ মাঠে লতিফিয়া কারী সোসাইটির বাহুবল উপজেলা শাখার উদ্যোগে পবিত্র বদর দিবসে র্যালী, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের সঞ্চালনায় প্রথমে বদর দিবসের র্যালী মিরপুর বাজার ও পুটিজুরী বাজার প্রদক্ষিণ শেষে পুটিজুরী ঈদগাহ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বাহুবলের ৩৩টি দারুল ক্বিরাতের কারী সাহেবগণ ছাত্ররা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কারী আফতাব উদ্দিন, কারী মোশাহিদ আলী, মাওলানা শফিকুল ইসলাম চৌধুরী, কারী দেলোয়ার হোনে, পুটিজুরী ইউপির চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, পুটিজুরী বাজার মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান প্রমুখ।
পরে শামছুল উলামা আল্লামা ফুলতলী কিবলা (রঃ) সহ বিশ্ব মুসলিমের শান্তি অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাহুবল কারী সোসাইটির সহ-সভাপতি মাওলানা নূরুল আমীন।