বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অসহায়দের মাঝে বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী এমপির বরাদ্দের ১২টি অগভীর নলকুপ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় বাহুবল বাজারে নলকুপগুলো বরাদ্দপ্রাপ্তদের হাতে তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার।
নলকুপ প্রাপ্তরা হল উপজেলার করিমপুর গ্রামের আব্দুল জব্বার, ভবানীপুর গ্রামের আশরাফুল, ও আব্দুল হক, দৌলতপুর গ্রামের আমির উদ্দিন ও জাহাঙ্গীর মিয়া, আকিলফুর গ্রামের ফরিদ মিয়া ও মামুন মিয়া, সাতপাড়িয়া গ্রামের রেনু মিয়া, মুর্শিবকলা গ্রামের অলিউর রহমান ও আব্দুস শহিদ, রাজসুরত গ্রামের নূর মিয়া ও জাহিদ মিয়া।