শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জে সাংবাদিক তুহিনের উদ্যোগে ইফতার মাহফিল

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

স্টাফ রিপোর্টার ॥ বরাবরের মতো এবারও বিশিষ্ট সমাজসেবক ও আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের উদ্যোগে গতকাল সোমবার (১২/৬/২০১৭ইং) অনুষ্ঠিত হয় মরহুম ছা’আদত-ছালেমা চৌধুরী স্মৃতি পর্ষদের ইফতার মাহফিল।

এ উপলক্ষে শহরের ফুড ভিলেজ এন্ড চাইনিজ রেস্ট্রোরেন্টে আয়োজিত ইফতার মাহফিলের আগে সোয়া ৬ টার দিকে সরকারের প্রথম শ্রেনীর (অবঃ) সৎ এবং দক্ষ ওই কর্মকর্তা মরহুম ছা-আদত আলী চৌধুরী ও তার সহধর্মিনী মহীয়সী নারী সমাজসেবিকা মরহুম ছালেমা চৌধুরী পারিবারিক,ব্যক্তিগত ও চাকুরী জীবন সহ তাদের উত্তসুরী সন্তানদের নিয়ে অনুষ্ঠিত হয় কর্মময় জীবন ভিত্তিক এক আলোচনা সভা।

এসময় উপস্থিত থেকে এই আলোকপাতে অংশ নেন, জেলা প্রশাসক সাবিনা আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, বিজ্ঞ এডিএম মোঃ নুরুল ইসলাম, জেলা সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক মোঃ গোলাম মাওলা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন্নবী, জেলা দুর্নীতি কমিশন (দুদক) এর ডেপুটি ডাইরেক্টর মোঃ খলিলুর রহমান খন্দকার, জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ডেপুটি ডাউরেক্টর মোঃ খলিলুর রহমান খন্দকার, সদর ইউএনও এটিএম আজহারুল ইসলাম,এনএসআই সহকারী পরিচালক মোঃ শাহ আলম, এনএসআই এডি মোঃ ফাহিম, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা ভিশন প্রতিনিধি মোঃ নাহিজ, এএসপি (হেডকোয়ার্টার ও মিডিয়া) মোঃ নাজিম উদ্দিন, জেলা কালেক্টরটের এনডিসি মোঃ মারুফ হাসান, ওসি ডিবি মোঃ নুরুল ইসলাম, বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আরডিসি শামসাদ বেগম, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ মহসিন খান, জেলা সমাজসেবা অফিসার মোঃ নাইমুর ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ নাঈম উদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা রবিউল হাসান চৌধুরী আশেক, বিশিষ্ট শিল্পপতি বাবু শংকর পাল, বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ মোদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সেক্রেটারী সাবেক অধ্যক্ষ আব্দুজ জাহের, দৈনিক সমকাল প্রতিনিধি শোয়েব চৌধুরী, দৈনিক হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ সামছুল হুদা, সাবেক সভাপতি ও এয়ারলিংক ক্যাবল টিভি নেটওর্য়াকের পরিচালক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল,ভূমি (জপি) এডভোকেট বকুল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ রকিব উদ্দিন, হবিগঞ্জ বি,কে,জি,সি গভঃ গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু শুধাংশু কর্মকার, করাব (ফুলতৈল) কুসুমবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, বাপা নেতা তোফাজ্জুল সোহেল, সাহিত্যিক হারুন সিদ্দিকী, গণজাগরন মঞ্চের নেতা ও খোয়াই থিয়েটারের সেক্রেটারী ইয়াসিন খাঁ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী পার্থ রায়, এডভোকেট মুখলিসুর রহমান, লন্ডন প্রবাসী এম এ মুমিন চৌধুরী বুলবুল, এডভোকেট সৈয়দ জাদিল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী সানু মিয়া,ব্যবসায়ী আদনান, আইসিসিবি ব্যাংকের ম্যানেজার মোঃ মহিউদ্দিন আহমেদ, বিশিষ্ট ঠিকাদার মোঃ মিজান, শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক বেলাল চৌধুরী,শিক্ষক সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ সহ বিভিন্ন গ্রাম থেকে আগত বিশিষ্ট ব্যক্তিদ্বয় ও এতিম শিশুরা।

সভায়, কাস্টমস বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও মুক্তিযোদ্ধা মরহুম ছা-আদত আলী চেীধুরী কর্মজীবনে তার সততা, সাহসিকতা ও দক্ষতা বজায় রাখা এবং নিজ পরিবারের সন্তানদেরকে একই রকম মনোভাব নিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তার ভূয়শী প্রশংসা করার পাশাপাশি এমন ব্যক্তির আর্দশ থেকে দেশ ও রাষ্ট্রের প্রতিটি মানুষকে সততার সাথে চলার অনুপ্রেরনা যোগাবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।

সেই সাথে এমন আদর্শ বজায় রেখে সরকারী চাকুরী জীবন পরিচালনায় স্বামীকে সর্বাত্মক অনুপ্রেরনা যোগানো এবং সমাজসেবায় অবদান রাখায় মরহুম ছালেমা চৌধুরীকেও একজন মহীয়সী নারী হিসেবে গণ্য করেন বক্তারা। এদিকে রাষ্ট্র ও দেশ গঠনে সাংবাদিক তুহিন তার পিতার আদর্শকে বুকে ধারন করে নিজের জীবন একইভাবে পরিচালিত করা এবং জেলা ও পুলিশ প্রশাসনকে সহযোগিতার করার জন্য কৃতজ্ঞতা জানান সংশ্লিস্ট প্রশাসনের অতিথিগণ।

এই ধরনের মহৎ কর্মকান্ড আগামীতেও চালিয়ে যাবার জন্য সাংবাদিক তুহিন তার পরিবারের সদস্যদের প্রতি আহবান জানান বক্তারা। এদিকে আলোচনা সভা শেষে ওই মরহুমদ্বয় ও তার পরিবার সহ নাতী-নাতনী এবং দেশবাসীর জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মাওলানা গোলাম মোস্তাফা। পরে আমন্ত্রিত অতিথিগণ ইফতারে অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!