নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের হরিপুর থেকে চোরাই হওয়া গরু চোরসহ হিয়ালা গ্রামে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়।
রবিবার বিকাল ৫টার দিকে চোরাই গরুসহ দুই চোরকে আটক করে জনতা।
পরে সদর থানায় খবর দেয়া হলে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এসআই হোসেন মিয়া সহ একদল পুলিশ হিয়ালা গ্রাম থেকে গরু উদ্ধার ও চোরদের আটক করে থানায় নিয়ে আসে।
আটকরা হল সদর উপজেলার কাশিপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র আন্তঃজেলা গরু চোরের সদস্য ধন মিয়া (২০) ও একই গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের পুত্র জহির মিয়া (২২)। পুলিশ জানায়, হরিপুর গ্রামের মৃত আলা মিয়ার স্ত্রী হামিদা খাতুনের গোয়াল ঘর থেকে গত বৃহস্পতিবার গভীররাতে লাল রংয়ের একটি গরু চুরি হয়। এরপর থেকে ওই গ্রামের মেম্বার বিভিন্নস্থানে খোঁজাখুজি করেন। গতকাল খবর মিলে গরুটি চোর আজমিরীঞ্জ নিয়ে যাচ্ছে। তখন হিয়ালা গ্রামে লোক মারফত গরুটি চোরসহ আটক করা হয়।