শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে নেতাকর্মীদের গ্রেফতার হত্যা ও গুমের প্রতিবাদে ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে ৫ টায় শায়েস্তাগঞ্জ গার্লস স্কুল রোড থেকে শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাল্লা রেলগেইট এলাকায় গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ জুয়েলের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সফি কাইয়ূমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, পৌর যুবদলের সহসভাপতি মোঃ আব্দুল হাই, যুগ্ম সম্পাদক ফাহিন হোসেন, মোঃ আব্দুল জলিল, ফুরুক মিয়া , মিসবাহ, ইফতেখার রহমান এমরান, আব্দুর রউফ, পৌর ছাত্রদল নেতা মনিরুজ্জামান খোকন, রাসেল আহমেদ রাফেল, নূর আলম, ইকবাল আহমেদ, থানা ছাত্রদল নেতা রকিবুল হোসেন সান্টু, আল-আমিন সোহাগ, এবায়দুর রহমান সুমন, কামাল মাহমুদ, মোঃ দুলাল মিয়া, রুবেল, আলমগীর, সোবেল, কিম্মত আলী, সাদ্দাম, এমরান, ইউনুছ, রায়হান, ওলিম, তুহিন, সোহান, হাফিজ, মারাজ, সেলিম, ইমন, শাহজাহান, কাউছার, তারেক, মাহফুজ, রাজিব, সাইফুল, জাবেদ, নুরুল আমিন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।