চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে সিএনজি অটোরিক্সা চালক। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী রাইছমিল নামক স্থান থেকে একটি সিএনজি অটোরিক্সাযোগে (নং-থ-১১-২৬৭৯) স্কুলে যাচ্ছিল। মেয়েটিকে নিয়ে স্কুলে যাবার পথে এক পর্যায়ে চালক সাজন মিয়া (২৫) গাড়ি ঘুরিয়ে অন্য পথে গিয়ে ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এসে চুনারুঘাট কলেজ এলাকা থেকে সিএনজিটি আটক করে পুলিশে সোপর্দ করে। থানা হাজতে থাকা সিএনজি চালক সাজন জানায় অপহরণ নয়, মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তবে স্কুলছাত্রী বলছে চালক সাজনকে সে চিনে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়ই পুলিশ হেফাজতে ছিল।
আটক চালক সাজন শায়েস্তাগঞ্জ এলাকার কাছিশাইল গ্রামের জামাল মিয়ার পুত্র।