হবিগঞ্জ প্রতিনিধি : ‘হারজিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে’ খেলাধূলার স্পিরিটের জন্য লেখা গানটির সাথে চমৎকার নৃত্য পরিবেশন করলো বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা। আর ঋতুরাজ বসন্তের আমেজে ‘পলাশ ডাকা, কোকিল ডাকা, আমাদেরই দেশ ভাইরে’ দেশাত্মবোধক গানের সাথে জাতীয় পতাকা নিয়ে বাডস্ কিন্ডার গার্টেনের পরিবেশনাও ছিল মনোমুগ্ধকার। বিকেজিসি সরকইর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা ‘গ্রামেরই নওজোয়ান, হিন্দু মুসলমান’ ছিল সম্প্রীতির আহবান। সর্বোপরি টাইগার ক্রিকেট একাডেমী ২০২৩ সালে বিশ্বকাপ জয় করবে আশাবাদ জাগানো পরিবেশনার সম্মিলনে অর্থবহ ও আকর্ষণীয় পরিবেশনার মধ্য দিয়ে আধুনিক স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে ‘এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগ’। আজ সকাল ৯টা থেকে উত্তরণ সংসদ এবং স্বর্ণালী ক্লাবের খেলার মধ্য দিয়ে শুরু হবে মাসব্যাপি এই লীগ।
সোমবার বিকেলে আধুনিক স্টেডিয়ামে ছিল সাজ সাজ রব। স্টেডিয়ামের প্রবেশ পথ থেকেই সাজানো হয় রং বেরং এর ফেস্টুন। বিকেলে যখন অতিথিরা স্টেডিয়ামে আসেন তখন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় ক্ষুদে ক্রিকেটাররা। পরে মাঠের উত্তর-পূর্ব দিকে নির্মিত অনুষ্ঠানস্থলে যান অতিথিরা। এ সময় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও বিশেষ অতিথি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনসহ অতিথিবৃন্দ। এ সময় ৮টি দলের অধিনায়ক তাদের ক্লাবের পতাকা এবং আম্পায়ার ও স্কোরার এসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন ক্রিকেট বোর্ডের পরিচালক সফিউল আলম চৌধুরী নাদেল। পরে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এরপরই শুরু হয় আকর্ষণীয় ডিসপ্লে।
পরে ক্রিকেট কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি হবিগঞ্জের আধুনিক স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলাধূলার আয়োজনেরও আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্রীড়াঙ্গনকে সরগরম করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, ক্রিকেট বোর্ডের পরিচালক সফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সফিউল আলম, মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মিতা বেগম, ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ।
প্রসঙ্গত লীগে ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ইয়ং ব্রাদার্স, উত্তরণ সংসদ, মডার্ন ক্লাব, মালঞ্চ ক্রিকেট ক্লাব, শাপলা সংসদ, স্বর্ণালী ক্লাব, অনুশীলন ক্রিকেট ক্লাব ও গ্রীণ স্পোর্টিং ক্লাব।