মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ মধুমাস জ্যৈষ্ঠের এখন মাঝামাঝি সময় চলছে। এরই মধ্যে চুনারুঘাট বাজারে নানারকম মধু ফলের ভিরে চাহিদার শীর্ষে রয়েছে লিচু। চুনারুঘাটে মৌসুমী ফলের নির্দিষ্ট আড়ৎ না থাকায় ফল বাজার খ্যাত চুনারুঘাট ঈদগাহের সামনের এলাকায় রাস্তার দু’ধারে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চলে লিচুর পাইকারী ও খুচরা বেচাকেনা।
স্থানীয় ফল দোকানিদের হৈ-হুল্লুড়ে সরগরম হয়ে উঠে পরিবেশ। এবারের মৌসুমে চুনারুঘাট পৌর শহরে ফল বিক্রির কয়েকটি স্পটে প্রতিদিন লক্ষাধিক টাকারও বেশি লিচু বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। অন্যান্য বছরের তুলনায় জ্যৈষ্ঠ্যের শুরু থেকে লিচুর দাম বেশি হওয়া সত্তেও কেনার জায়গায় থেমে নেই ক্রেতারা। ভিটামিন বি এবং সি সমৃদ্ধ দক্ষি-পূর্ব এশিয়ার অন্যতম ফল লিচুর উৎপত্তিস্থল চীনের দক্ষিণাঞ্চলে হলেও এটির বাংলাদেশের রাজশাহী, দিনাজপুর, হবিগঞ্জ, রংপুর, কুষ্টিয়া, যশোর, পাবনা, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, খাগড়াছড়ি, সোনারগাঁও, ঠাকুরগাঁও, ঈশ্বরদীসহ বিভিন্ন জেলায় ব্যাপক চাষ হচ্ছে।
বাংলাদেশে বেদেনা সহ তিন জাতের লিচুর চাষ হয়ে থাকে। ইফতারে বিভিন্ন আইটেমের সঙ্গে লিচুর রসালো স্বাদ স্থান করে নেয়। বৈশাখের শুরুতে চুনারুঘাট ফল বাজার দখলে ছিল আকারে ছোট ও অনেকটা টক জাতীয় লিচুর। এদিকে চুনারুঘাট শহরের ঈদগাহের সামন হচ্ছে ফলের অন্যতম এলাকা। মৌসুমী ফল বিক্রেতারা বাসস্ট্যান্ডের সামনে, থানা গেইট, গোল চত্বর মোড়, মধ্য বাজার লিচুর পসরা নিয়ে বসেছে। বর্তমানে বাজারে মিলছে শ্রীমঙ্গলের লিচু। একশোটি পরিমানের প্রতি আটি বিক্রি হচ্ছে দুইশো টাকায়।
ফল বিক্রেতা আব্দুল্লাহ মিয়া জানান, এবারে লিচুর দাম বেশি। কিন্তু বিক্রিও বেশি হচ্ছে। বর্তমানে বাজারে ২/৩ জাতের লিচু এসেছে। বেদেনা, মাদ্রাজি, বোম্বে ও আপেল জাতের লিচু আসবে। এদিকে শহরের সবচেয়ে বেশি ফল বিক্রি হয় এমন কয়েকটি স্পট ঘুরে জানা গেছে, এবারের মৌসুমে লিচুর প্রতি মানুষের প্রবল আকর্ষণ দেখা দিয়েছে। প্রতিদিন চুনারুঘাটে ফলের পসরার ওইসব স্পটে সর্বসাকুল্যে লক্ষাধিক টাকারও বেশি লিচু বিক্রি হয়ে থাকে। যা অন্যান্য বছরের তুলনায় রেকর্ডসংখ্যক বিক্রি। এবারের মধুমাসে লিচুর বাজারদর ও ক্রেতার চাহিদা বেশি থাকায় বিক্রেতাদের মুখে ফুটে ওঠেছে মধুর হাসি।