বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু পানিতে ডুবে মরতে বসেছিলেন। তাকে বাঁচালেন তার এক সহ অভিনেতা। তার নতুন ছবি ‘অ্যালোন’-এর শ্যুটিং করতে গিয়ে পানিতে নেমে প্রায় ডুবে যাচ্ছিলেন বিপাশা।
ছবির একটি দৃশ্যে সহ অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে কেরালার ব্যাক ওয়াটারে জেট-স্কি করতে হয়। সেখানেই ঘটনাটি ঘটে। বিপাশাকে বাঁচাতে তাই পানিতে ঝাঁপ দিয়েছিলেন করণ সিং। বিপাশাকে উদ্ধার করে একটা নৌকায় তুলে পাড়ে আনা হয়। এরপর বেশ কয়েক ঘণ্টা বিপাশা ট্রমার মধ্যে ছিলেন তিনি।