ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিয়ালউড়ি ও দেবনগর এলাকায় পৃথক অভিযানে ২শ’ ২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।শুক্রবার (৯ জুন) ভোর রাতে ও সকালে এসব মাদক জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. সাজ্জাদ হোসেন জানান, ভোর রাতে উপজেলার হরষপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জহিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহলদল শিয়ালউড়ি এলাকায় অভিযান চালিয়ে ১শ’ ১ বোতল ভারতীয় ম্যাগডুয়েলস মদ জব্দ করে।
তিনি আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকালে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবির সদস্যরা ধর্মঘর ইউনিয়নের দেবনগর এলাকায় অভিযান চালিয়ে আরও ১শ’ ১ বোতল ভারতীয় মদ জব্দ করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দ মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।