বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সামছুল হক (৩৫) নামের এক ফল ব্যবসায়ি নিহত হয়েছে। নিহত সামছুল হক বাহুবল উপজেলার রাঘবপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র। গতকাল বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ভৈরবীকোণা প্রকাশিত চারগাও নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ঐ স্থানে সিলেটগামী একটি ট্রাকের সাথে মিরপুরগামী একটি সিএনজি অটো-রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটো-রিক্সাতে থাকা সামছুল হক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত সামছুল হককে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।