নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর আদর্শ গ্রামের উদ্যোগে ওই গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের সহযোগিতায় রাইয়াপুর আদর্শ গ্রাম ফুটবল টুর্নামেন্ট ২০১৫ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী খেলায় আয়ান আরিয়ান ফুটবল একাদশ কাজীরগাঁও বনাম দিয়া স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার সদর অংশগ্রহন করবে। বিকেল ৩ ঘটিকায় রাইয়াপুর আদর্শ গ্রামের দক্ষিনে ফুটবল মাঠে খেলা অনুষ্টিত হবে। খেলায় ৮ টি ফুটবল টিম অংশগ্রহন করবে। খেলায় চ্যাম্পিয়ান দলকে একটি ডিস্কোবারি মোটর সাইকেল ও রানার্সআপ দলকে একটি মোটর সাইকেল পুরষ্কার দেয়া হবে। খেলায় সেরা খেলোয়ার ও মেন অব দ্যা ম্যাচ পুরষ্কার রয়েছে। এই খেলার আয়োজনকে ঘিরে ওই গ্রামের ১২ জন যুক্তরাজ্য প্রবাসী দেশে এসেছেন। খেলাটি উপভোগ করার জন্য রাইয়াপুর আদর্শ গ্রামের পক্ষ থেকে সকলকে আহবান জানানো হয়েছে।