মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবলে সদরে রমজানের বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। মঙ্গলবার (০৬ মে) দুপুরের ২টায় বাহুবল বাজারের বিভিন্ন দোকানে সচেতনতামূলক এ মনিটরিং করা হয়। এতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্যের গুণগত মান বজায়, ওজনে সঠিক পরিমাপ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন।
জানা গেছে, বিগত ২৯ মে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি রমজান মাসে বাজারের গুণগত মান বজায় রাখতে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে সচেতনতামূলক এ মনিটরিং করা হয়। এসময় বাজারের বিভিন্ন মুদি দোকান, সবজির বাজার, মাছের বাজার, ইফতারি সামগ্রী বিক্রয়ের দোকান, বেকারিসহ বিভিন্ন দোকানে মনিটরিং করা হয়। এ সময় ভোক্তা অধিকার রক্ষার্থে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, রমজান মাসে বাজারের গুণগত মান নিয়ন্ত্রন রাখতে অভিযান চালানো হয়েছে।
আগামী পাঁচ দিন পর আবারও বাজার মনিটরিং করা হবে। আজকে মনিটরিং-এ বিভিন্ন দোকানে থাকা মেয়াদ উত্তীর্ণ মালামাল ও খোলা সেমাই প্রকাশ্যে করা হয়েছে। খোলা পরিবেশে ইফতারি সামগ্রী বিক্রয় না করতে নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, প্রথম দিনের মতো বাজার মনিটরিং করায় আজকে যদিও কোন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি তবে আগামী বাজার মনিটরিং-এ জেলসহ জরিমানা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এছাড়াও উপস্থিত ছিলেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সেলিম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বাহুবল বাজার ব্যবসায়ি কমিটির সভাপতি এম. এ জলিল তালুকদার, সাধারণ সম্পাদক কাজল মিয়া তালুকদার, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, মেম্বার আজিম উদ্দিনসহ আরো অনেকে।