ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
ডাকাতরা নগদ টাকা সহ ৪লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ অনুসন্ধানকালে দোকানের ভিতরে মুখোশ পড়া অবস্থা ২জনকে ঘুরাফেরা করতে দেখা গেছে।
সোমবার ভোর সকালে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত দেবপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান নিশাত-নিঝুম ফুড দোকানে ৫-৬ জনের একদল মুখোশধারী ডাকাত দল দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
এসময় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ১লক্ষ ২৫হাজার টাকা,বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামালসহ প্রায় ৪লক্ষ টাকার মালামাল নিয়ে যায় মূখোশধারী ডাকাত দল। এদিকে দোকানের সিসি ক্যামেরার ধারণকৃত ভিডিও ফুটেজে দোকানের ভিতরে ২জনকে ঘুরাফেরা করতে দেখা যায়।
এঘটনায় এলাকাজুড়ে দেবপাড়া বাজারে পাহারাদার থাকার পর ও কিভাবে ডাকাতি হল এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্ট হয়। ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে দেবপাড়া বাজারের পাহারাদারকে ইউপি চেয়ারম্যান জাবিদ আলী জিম্মায় রয়েছে ।
এবিষয়ে নিশাত-নিঝুম ফুড দোকানের মালিক ইকবাল মিয়া জনান, ডাকতরা আমার ক্যাশবাক্সে রাখা নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় । পাহারাদারকে সন্দেহ হচ্ছে তাকে চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে । এঘটনায় গোপলার বাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।