হবিগঞ্জ প্রতিনিধি : হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন হবিগঞ্জের চৌধুরী বাজার ট্রাক মালিক ও শ্রমিক সমিতির সদস্যরা।
সোমবার দুপুরে চৌধুরী বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি চলাকালে কিতাব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-শ্রমিক নেতা মুছা খাঁ, আলমগীর, হিরণ মিয়া, সফিক মিয়া, আবুল কালাম, প্রশান্ত দাশ, সিরাজ মিয়া, আবুল কাসেম প্রমুখ।
বক্তারা বলেন, ২০ দলীয় জোটের নৈরাজ্যের কারণে দীর্ঘদিন ধরে ট্রাক শ্রমিকরা বেকার জীবন যাপন করছেন। অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহারের জন্য বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তারা।