মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবলে “আমি প্রকৃতির, প্রকৃতি আমার”, প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (৫ জুন) সকাল ১১টায় বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি রাসেলুর রহমান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোঃ রুহুল ছগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা। বক্তব্য রাখেন পূর্ব ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, শিক্ষক শ্যামা প্রসাদ কর, আব্দুস সামাদ, রেজিয়া বেগম, মনোয়ারা বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বাহুবলের প্রদান সড়ক প্রদক্ষিণ করে।