ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় চলমান অবস্থায় উপজেলা চেয়ারম্যান এর গাড়ির চাকা পাংচার হয়ে খাদে পড়ে চালকসহ ৪জন গুরুতর আহত হয়েছেন ।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । রবিবার বিকাল ৪টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের পুরাতন জনতার বাজার এর নিকটে পৌছাঁ মাত্রই কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান এর গাড়ি ঢাকা মেট্রো (ঘ ১৪-০৯৫৯) হঠাৎ করে দ্রুত গতিতে চলমান অবস্থায় চাকা পাংচার হয়ে যায় এসময় নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি পাশে জমিনে গিয়ে পরে এসময় গাড়িতে থাকা কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদে চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস সোবাহান ভূঁইয়া হাসান,গাড়ির চালকসহ ৪জন গুরুতর আহত হন ।
পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সংবাদটি লেখা পর্যন্ত তাদের চিকিৎসা চলছে ।