নবীগঞ্জ প্রতিনিধি : ২৩ ফেব্র“য়ারী, রোজ সোমবার নবীগঞ্জ চরগাঁও ভি.আই.পি রোডস্থ রিভারভিউ এর (৪র্থ তলায়) ইউ.কে ইন্টারন্যাশনাল আই.টি সার্ভিসেস্ এর শুভ উদ্বোধন হয়।
প্রতিষ্টানের প্রধান পরিচালক ও প্রতিষ্ঠাতা রাজা মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষা-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামস উদ্দীন এর পরিচালনায় নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ জে.কে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসক) এম.এ মুকিত (দিপু), পরিচালক (অর্থ) আফছানা জাহান চৌধুরী, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা আক্তার চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসসামাদ (নিপু)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন চৌধুরী, মোছাঃ বেনু চৌধুরী, ইয়াছমিন চৌধুরী, ছাবিরা চৌধুরী, ফায়জুর রহমান প্রমুখ।
প্রতিষ্টানের প্রধান পরিচালক ও প্রতিষ্ঠাতা রাজা মিয়া চৌধুরী তাঁর বক্তব্যে বলেন আমাদের প্রতিষ্ঠানটি মূলত গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া।
শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ার লক্ষ্যে (ওঈঞ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও স্পোকেন ইংলিশ বিষয়ে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে আধুনিক কম্পিউটার ল্যাব এ প্রশিক্ষণের সুবিধাসহ সম্পূর্ণ ফ্রি ৬/৩ মাস মেয়াদী কোর্স। প্রধান অতিথি ও উদ্বোধক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী রাজা মিয়া চৌধুরীর এই উদ্যোগের ভূয়সী করেন।