ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় দাড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিল চলমান ট্রাক সাথে দূর্ঘটনার কবলে পড়লো সিএনজি ।
এঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ৪জন। জানা যায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজার এর নিকটবর্তী স্থানে সিলেট মুখী দাড়িয়ে থাকা ট্রাক ঢাকা মেট্রো- (ট ১৩-৩০৫৮ কে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রাক ঢাকা মেট্রো ন(৭২-১৩) মারাত্মক ভাবে ধাক্কা দেয় এসময় মহাসড়কে পানিউমদা থেকে দেবপাড়াগামী সিএনজি ও দূর্ঘটনার কবলে পরে এতে ত্রি-মুখী সংঘর্ষ হয় ।
এঘটনায় ট্রাক চালক,হেলপার ও সিএজিতে থাকা যাত্রী সহ গুরুতর আহত হয়েছে প্রায় ৬জন । এসময় স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহদের মধ্যে সিএনজি যাত্রী গজনাইপুর গ্রামের মাওলানা হোসাইন মোহাম্মদ আফতাফ হোসেন (৪৮) কে আউশকান্দি অরবিট হাসপাতালে ভর্তি করা হয় । উপর প্রায় ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে । দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে তাৎক্ষনিক হতাহতদের পরিচয় জানা যায়নি । আহতদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল প্রেরিত প্রায় ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে ।