বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ৩২ মামলার ফেরারী আসামী আসদ পুলিশের হাতে আটক হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে পুলিশ তাকে সুতিন প্রকাশিত লালটিলা এলাকা থেকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের সুতিন প্রকাশিত লালটিলা এলাকার রহমত উল্লার পুত্র আসদ (৩৫) এর বিরুদ্ধে মারামারি ও গাছচুরি সহ ৩২টি মামলা রয়েছে।
একটি মামলায় (সিআর ১৫০/০৫) তার এক বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। এছাড়া অবশিষ্ট ৩১ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। উক্ত ৩২ মামলার আসামী আসদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে। এর মাঝে সে দুবাই দেশে বেশ কিছুদিন কর্মরত ছিল।
সম্প্রতি সে দেশে আসলে পুলিশ তাকে গ্রেফতারে তৎপর হয়।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে বাহুবল মডেল থানার এসআই আব্দুর রহমান, এসআই নাঈম ও এএসআই মোজাম্মেল-এর নেতৃত্বে পুলিশ স্থানীয় লালটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।