মনিরুল ইসলাম শামিম : বাহুবলের কামাইছড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার্শ্বে পিলারের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত ও ২ আরোহী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকাল ৪টার দিকে মিরপুর-শ্রীমঙ্গল সড়কে। নিহতের মোটরসাইকেল চালকের নাম আল-আমিন (২৪)। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে। আহতরা হলো- একই গ্রামের ইমন (১৭) ও রাসেল (১৮)। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে আল-আমিন, ইমন ও রাসেল মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাওয়ার পথে কামাইছড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে পিলারের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ধুমড়েমুছড়ে যায়। ঘটনাস্থলেই আল-আমিন-এর মৃত্যু হয়। গুরুত্বর আহত হয় আরোহী ইমন ও রাসেল।