মনিরুল ইসলাম শামিম : বাহুবলের মিরপুরে বালুবাহী ট্রাক চাপায় ছালমা খাতুন (৬) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনার পরপর স্থানীয় জনতা আধাঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর মাছ বাজার নামক স্থানে। নিজত শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের আয়াত আলীর মেয়ে। সে দীর্ঘদিন ধরে তার পরিবারের সাথে মিরপুর বাজারে বসবাস করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের দিক থেকে আসা বালুবাহী ট্রাক (ঢাকা মেট্টো ড ১১-৩৪৯৩) ওই সময়ে শিশুকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।