মনিরুল ইসলাম শামিম : বাহুবল বাজারে দু’টি টেলিকম দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান দু’টি থেকে নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে বাজারের শিহাব টেলিকম ও মালেক টেলিকম নামক দোকানে। রোববার পুলিশ ও বাজারের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দোকান মালিক ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে চোরেরা বাহুবল বাজারের মালেক টেলিকম নামক দোকানের চালের টিন ও সিলিং খোলে চোরেরা ঘরে প্রবেশ করে দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোন সহ মালামাল এবং পার্টিশন কেটে পার্শ্ববর্তী শিহাব টেলিকম নামক দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোন সহ মোবাইল ফোনের সরঞ্জামসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে দোকান মালিকরা এসে বিষয়টি দেখতে পেয়ে বাজারের নেতৃবৃন্দ এবং বাহুবল মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে বাজার নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
উল্লেখ্য, গত ২০১৫ সনের ২১ ডিসেম্বর উল্লেখিত দোকানটিতে আবারও চুরির ঘটনা ঘটে। সে সময় চোরেরা অনুরূপ পরিমাণ মালামাল চুরি করে নেয়।