ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন মাহে রহমান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিস নবীগঞ্জের জালালপুরে বিতরন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর যুব সমাজ কর্তৃক গত শুক্রবার দুপুর ১২টার সময় ফুল অব লাইট সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মফজ্জুল হকের উদ্যেগে গরিব অসহায় দূস্তজনের মধ্যে ঈফতার সামগ্রী বিপরন করা হয়েছে।
উক্ত ইফতার সামগ্রী বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুল অব লাইট সোসাইটির সদস্যবৃন্দ।
অন্যান্যদের মধ্যে কামাল উদ্দীন, ছালেহ আহমদ রাসেল, মোঃ তফজ্জুল হক, ফয়জুল মিয়া, রায়হান মিয়া, সুহেল মিয়া, লিটন মিয়া, নজরুল ইসলাম মুন্না, সাইদুল হক, সোয়েব আহমদ, ফুলকাস মিয়া, মুন্না, মোনাঈম আহমদ, মোহন মিয়া, পাপ্পু আহমদ, আজহার উদ্দিন, তাকে মিয়া, ইবাদ আহমদ, রুমান আহমদ, ওলী আহমদ, মকবুল হোসেন, সুহেল আহমদ, সহিদ মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মাহে রমজানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রায় ৪শত পরিবারের লোকজনের মধ্যে জনপ্রতি ২কেজি পিয়াজ, ২কেজি ছানা, ২কেজি ডাল ও ২লিটার তেল করে বিতরন করা হয়েছে।