চুনারুঘাট প্রতিনিধি : মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তুরা বন্ধ ও অশ্লীল সিনেমাসহ অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার আওতায় রাখার দাবীতে হবিগঞ্জ শহরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিছিল ও সমাবেশ।
শনিবার বিকালে স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল স্বাগত মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সিএনজি ষ্টেশনে এসে পথসভায় মিলিত হয়।
জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব মাওলানা পীর শাহ্ জালাল আহমদ আখঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ারে আলম পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবী নগরী, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলার পক্ষ থেকে বিএসসি জাহেদুল ইসলাম, মুফতি তাহের উদ্দিন ছিদ্দিকী, মাওলানা সাইফুল মোস্তফা, জেলা যুবসেনার সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাবেক সভাপতি কাজী হাবিবুর রহমান, বর্তমান সভাপতি মোঃ শাহ্ আলম ও মাওলানা রিদেওয়ান আশরাফী প্রমুখ।