স্টাফ রিপোর্টার : তেরো বছরের সপ্তম শ্রেনীর ছাত্র আকাশ ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় অকাল মৃত্যু হওয়ার অভিযোগে অবিলম্বে ভুয়া চিকিৎসক বিলাল কে গ্রেফতারের দাবীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
শনিবার বিকাল ৫টায় হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজার সড়কে সপ্তম শ্রেনীর ছাত্র আকাশের অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও ভুয়া ডাক্তার বিলাল হোসেনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে শতশত শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী সুতাং বাজারে নীরব পথযাত্রা করেছে।পথযাত্রা শেষে সিএনজি স্টেন্ডের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, আকাশের পিতা ফজলু মিয়া,দাদা আব্দুল মন্নান,স্থানীয় মহিলা মেম্বার মুক্তা আক্তার,মানবাধিকার কর্মী এম.এম হেলাল,মুরুব্বী মো:আলাউদ্দিন মিয়া,কলেজ ছাত্র রিদয় আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্ত্যারা বলেন,ভুয়া ডাক্তার বিলালের ভুল চিকিৎসায় আগেও একাধিক রোগী মারা গেছে,এখন দরিদ্র ছাত্র আকাশের ও অকাল মৃত্যু হয়েছে।ভুয়া ডাক্তার বিলালের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই এবং আর যেন ভুয়া ডাক্তারদের দ্বারা কোন দিত্বীয় আকাশের মৃত্যু না ঘটে।
এদিকে ভুয়া ডাক্তার বিলাল তার পক্ষে হবিগঞ্জের স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করে। উল্লেখ্য উক্ত পত্রিকায় উল্লেখ করা হয়েছে স্থানীয় একজন জনপ্রতিনিধি ইসলাম উদ্দীন বলেন,ভুল চিকিৎসায় নয় বরং আকাশের পরিবারের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু ইসলাম উদ্দীন নামে কোন স্থানীয় জনপ্রতিনিধি নাই বলে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা চ্যালেন্স করেন। এবং এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
পরিশেষে ভুয়া ডাক্তার হিসেবে তদন্ত সাপেক্ষে প্রমাণ করে বিলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা।অন্যথায় আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য, গত ১৬মে মঙ্গলবার শায়েস্তাগঞ্জ থানাধীন সুরাবই গ্রামের ১৩ বছরের আকাশ নামে এক ছাত্র ডাঃ বিলালের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় বলে অভিযোগ করে মামলা করেন তার পরিবার ।শিশু আকাশ আলহাজ্ব আফরাজ আলী হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল।